১৮ এপ্রিল, ২০২৩ ১৭:৫৩

নরসিংদীতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নরসিংদীতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ধুমকেতু সংঘের "৫০" বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী ) উৎসব উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর শেখেরচর বাবুরহাট ধুমকেতু মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

ধুমকেতু সংঘের সভাপতি আবদুল বারিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জি এম তালেব হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংঘটির প্রতিষ্ঠাতা অর্থ বিষয়ক সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন, প্রতিষ্ঠাতা নাট্য সম্পাদক সুব্রত কুমার দাস মহাদেব প্রমুখ।
এসময় ১৫শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে প্রত্যেককে ৫ কেজি করে চাল, আধা কেজি ডাল, আধা কেজি তেল, আধা কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর