২২ এপ্রিল, ২০২৩ ১৫:২২

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষক নিহত, আটক ১

অনলাইন ডেস্ক

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষক নিহত, আটক ১

বগুড়ার সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রেজাউল করিম পান্না নামে অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় সম্রাট মেনদী খায়রুল (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সদর থানার সামনে এ ঘটনা ঘটে।  

নিহত রেজাউল গাইবান্ধা সরকারি কলেজ ছাড়াও দীর্ঘদিন বগুড়া সরকারি আজিজুল হক কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। আটক সম্রাট জেলা শহরের ফুলবাড়ী মধ্যপাড়ার আব্দুল মান্নানের ছেলে। 

বগুড়া সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান শাহীন জানান, আটক সম্রাট এলাকার চিহ্নিত অপরাধী। কিছুদিন আগেও তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। শিক্ষক রেজাউলের ওপর হামলার পর আটক সম্রাটকে থানায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান জমি-জমা নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটনানো হয়।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর