স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেম হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমানকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ হত্যা মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও সংসদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মেসবাউল হক টুটুল ও চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহিদ রানা টিপু।
শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিহত জেমের ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি মেরাজ খোনাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়নমোড় নামক স্থানে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করে আওয়ামী লীগসহ ক্ষুব্ধ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পরের দিন বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে জেমের লাশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের শান্তির মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এদিকে হত্যা মামলা প্রসঙ্গে মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান বলেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কোনোভাবেই এ হত্যার সাথে জড়িত নয় দাবি করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        