দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে পাবনার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন দায়িত্ব নেয়ায় পাবনায় বইছে উৎসবের আমেজ। সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হয় শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
পরে, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এদিকে পাবনা প্রেসক্লাবের সদস্য দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আনন্দিত তার প্রাণের এ প্রতিষ্ঠানটিও। সকালে ক্লাবে বসে শপথ অনুষ্ঠান দেখার পাশাপাশি তারা মিষ্টিমুখ করেন একে অপরকে।এ বিষয়ে পাবনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শহিদর রহমান শহীদ বলেন, দেশের রাষ্ট্রপতি আমাদের সবার জন্য গর্বের। তিনি কর্মজীবনে যে সকল জায়গায় বা প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেখানেই তিনি সাফল্য অর্জন করেছেন। আমরা আশা করি রাষ্ট্রপতি হিসেবেও তিনি সফল হবেন। তার সুস্বাস্থ্য কামনা করি।
মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা শহরের শিবরামপুরে জন্মগ্রহণ করেন। ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতি শুরুর পর একাধিকবার ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি। ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন সক্রিয় ভাবে অংশনেন মুক্তিযুদ্ধে। পরবর্তী যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
দৈনিক বাংলার বাণীর পাবনা প্রতিনিধি হিসেবে কর্মজীবন শুরুর পর আইনজীবী, জেলা ও দায়রা জজ ও পরবর্তীতে দুদক কমিশনার হিসেবে কাজ করেন মো. সাহাবুদ্দিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন