জয়পুরহাটে ১৬ কেজি গাঁজাসহ বুলবুল মন্ডল নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার আটুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুলবুল মন্ডল পাঁচবিবি উপজেলার সোনারপাড়া জলআটুল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।
পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক জানান, বুলবুল মন্ডল দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পাঁচবিবি উপজেলার আটুল এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।ওসি আরও জানান, মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিলেন অভিযুক্ত বুলবুল মন্ডল। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনের মামলার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত