২৫ এপ্রিল, ২০২৩ ২০:৩২

পরকীয়ার অভিযোগে গৃহবধূকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

পরকীয়ার অভিযোগে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

টাঙ্গাইল পৌরসভার এলাকায় আয়শা (১৯) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত আয়শা ৫ নং ওয়ার্ডের আগসাকরাইল এলাকার ইদ্রিস আলীর মেয়ে। গত দেড় বছর পূর্বে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাশিনগর এলাকার মোঃ সরোয়ার হোসেনের ছেলে মোঃ লিটন মিয়া (২৫) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর আয়শার গর্ভে ছেলে সন্তান আলিফ (৮) জন্মগ্রহণ করে। এমতাবস্থায় ঈদের পরের দিন ২৩ এপ্রিল পরকীয়ার অভিযোগ এনে গৃহবধু আয়শাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

আয়শার শ্বশুর বাড়ির লোকজন জানায়, আয়শা পরকীয়া করতো, পরকীয়া প্রেমিকের সাথে মোবাইল ফোনে কথা বলার সময় স্বামী লিটন মিয়া উপস্থিত হয় এবং টের পায় যে তার স্ত্রী আয়শা পরকীয়া প্রেমিকের সাথে মোবাইল ফোনে কথা বলছে।

তার কিছুক্ষণ পরেই শ্বশুর ইদ্রিস মিয়াকে ফোন করে বলে যে আপনার মেয়ে পরকীয়া করে, আপনার মেয়েকে নিয়ে যান। এমন কথা বলে লিটন অটোরিকশা চালাতে চলে যায়। আয়শার শাশুড়ি দরজা দিয়ে দেখে যে তার পুত্রবধূ আয়শা আত্মহত্যা করার জন্য গলায় উড়না পেঁচিয়ে ঝুলছে। তার চিৎকারে দরজা ভেঙে আয়শাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আয়শার মৃত্যু হয়েছে বলে তার শ্বশুর বাড়ির লোকজন জানায়। অপর দিকে আয়শার বাবা ইদ্রিস আলী মেয়ের স্বামীর বাড়ী গিয়ে দেখে যে তার মেয়ে আয়শার লাশ উঠানে রাখা হয়েছে। আয়শার বাবার বাড়ির লোকজনের দাবি, আয়শাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

টাঙ্গাইল পৌরসভার ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর বলেন, আমি আয়শার লাশের চেহেরাটা খুব কাছ থেকে দেখেছি তার শরীরে বিভিন্ন জায়গায় নিলাফুলা ও জখমের চিহ্ন রয়েছে। এটা হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে।
স্থানীয়দের প্রশ্ন, আয়শা যদি আত্মহত্যা করেই থাকে তাহলে তার সাড়া শরীরে আঘাতের চিহ্ন কেনো রয়েছে? আয়শা যদি আত্মহত্যা করেই থাকে তাহলে তার অভিভাবক ছাড়া লাশ কেনো নামানো হলো? এবং আয়শার অভিভাবকের আগেই ঘটনাস্থলে কেন পুলিশ খবর পেয়ে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করল। পরে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। টাঙ্গাইল মডেল থানার ওসি মোঃ আব্দুস সালাম বলেছেন, ময়নাতদন্ত রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কা হওয়া যাবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর