সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান জয় নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহত জয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ছিলেন।
বুধবার কুমিল্লার হরিশ্চর-ভুশ্চি সড়কের জাম্মুড়ায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তিনি বেলঘর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান জয় নামের এক ছাত্র নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ