চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে যুব মহিলা লীগ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তার, রোজি বেগম, বিউটি বেগম প্রমুখ। বক্তারা জেম হত্যাকাণ্ডে সম্পৃক্ত সব আসাসিকে গ্রেফতারসহ সুষ্ঠু বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়নমোড় নামক স্থানে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে মামলার ১৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডিপ্রতিদিন/কবিরুল