ঝিনাইদহের মহেশপুরে কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে দত্তনগর কৃষি ফার্মসহ এই এলাকার মাঠের ধান, কলা, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড় আর বৃষ্টিতে ঝরে গেছে আম।
বুধবার রাতের ঝড়ে এ ঘটনা ঘটে।
কৃষকরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে হালকা বাতাস শুরু হয়। ধীরে ধীরে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি, শিলাবৃষ্টি হয়। প্রায় ১০ মিনিটের শিলাবৃষ্টিতে উপজেলার দত্তনগর ধানের বীজ উৎপাদন খামার, পার্শ্ববর্তী করিঞ্চা, বৈচিতলা, বেগমপুর, নওদাগা, বোয়ালিয়া, নস্তি, পাতিবিলা, স্বরূপপুর, কুশাডাঙ্গা, কুসুমপুর, আজমপুর, মদনপুর, আলামপুরসহ বেশ কয়েকটি গ্রামের মাঠের ধান ঝরে গেছে। নষ্ট হয়ে গেছে ভুট্টাগাছ, পাট, কলাসহ অন্যান্য ফসল। ঝরে গেছে অর্ধশত আম বাগানের অর্ধেকেরও বেশি আম। ঝড়ে বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আজগর বলেন আলী বলেন, উপজেলার প্রায় ১৪শ হেক্টর জমির ফসলসহ আমের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল