বাগেরহাটে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল জব্বারের মাধ্যমে মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক এইচ এম শামসুল হক আনছারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. সালাম ফরহাদ, মো. নাসির উদ্দীন প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারীর মত জাতীয়করণ, উপবৃত্তি চালু, পিটিআইতে ট্রেনিং এর ব্যবস্থা, মাদ্রাসাগুলোর ভৌত অবকাঠানো নির্মাণ করতে হবে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ