বিভিন্ন সময়ে ইতিবাচক কাজ করে আলোচনায় থাকা সরকার দলীয় এমপি এসএম জগলুল হায়দার এবার নির্বাচনী এলাকার কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী এলাকার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের কৃষক ছাকাত আলী মোল্লার জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেন তিনি। এসময় তার সঙ্গে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।
উপকূলের ভাঙ্গন ঠেকাতে নিজের মাথায় করে মাটি কাটা, মধ্যরাতে গরীব অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, বিশুদ্ধ পানি সরবরাহ করাসহ নানা ইতিবাচক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে আলোচিত এমপি জগলুল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান যাওয়ার আগে দলীয় নেতাকর্মী, ছাত্রলীগ-যুবলীগ-কৃষক লীগকে ধান কাটার নিদের্শনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর সংগঠনের নেতাকর্মীরা ধান কাটছেন। আজ সকালে কৃষকের ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার একাধিক ছবি ছাড়েন এমপি জগলুল। এ নিয়ে তিনি অতীতের মতো প্রশংসায় ভাসছেন। নেটিজনরা নানা রকম মন্তব্য করেছেন।
ধান কাটা প্রসঙ্গে জানতে চাইলে এমপি জগলুল হায়দার বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষকের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। এমপি হিসেবে আমি নিজে ধান কেটে দিলে দলের অন্য নেতাকর্মীরাও উৎসাহ পাবে। এছাড়াও আমি নিয়মিত এলাকার মানুষের কল্যাণে নানা কাজ করে থাকি। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, সে কারণে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিয়েছি। আমার মতো সব জনপ্রতিনিধিরা কৃষকের ধান কেটে দিলে তারা উপকৃত হবে।
স্থানীয়রা জানান, ‘কৃষি নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের পাশে ধান কাটলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার। ধান কাটায় অংশ নেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, নকিপুর ক্রিকেট জায়ান্টের সহ সভাপতি ফেরদৌস হায়দার, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাহবুব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার, সুজন, আশিক, আসিফ, অমিত, ইমন, হেলাল, আব্দুর রহিম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত