‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ স্লোগানে নেত্রকোনায় জাতীয় আইন সহায়তা দিবস (লিগ্যাল এইড) পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ আদালতের চত্বরে এসে শেষ হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের নেতৃত্বে র্যালিতে স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
পরে জেলা জজ আদালত চত্বরে সেবার নানা গুতরত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আশিক নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি জিপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মহিদুর রহমান লিটন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যালের স্পেশাল পিপি অ্যাডভোকেট রাসেল আহাম্মদ, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ তারন্নুম রাহাত।
বক্তারা বলেন, এই সেবার উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে দরিদ্রদের আইনি সেবা সহায়তা প্রদান। তাই এই বিষয়ে গ্রামে গঞ্জে প্রচার প্রচারণা চালাতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল