‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’এ প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়। পরে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড রাজবাড়ীর চেয়ারম্যান মোসাম্মাৎ জাকিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রট চৌধুরী মাহবুবুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার নাজনীন রেহানা, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁশুলি (পিপি) উজির আলী শেখ, রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকসহ সেবাগ্রহীতারা বক্তব্য রাখেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল লিলিফা আক্তার জা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিরাজ জিন্নাত, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শাহিনুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস।
দিবসের শুরুতে রাজবাড়ী জেলা জজ আদালতে দিনব্যাপী মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। মেলায় দুইটি স্টলে সরকারি খরচে আইনি পরামর্শ, আইনগত সহায়তা, আইনি তথ্য এবং বিকল্প বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ