‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনী সেবার দ্বার উন্মোচন’ এই স্লোগানে হবিগঞ্জে র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গনে একটি র্যালি বের করে জেলা লিগ্যাল এইড কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম।
র্যালি শেষে দিবসের তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে জেলা লিগ্যাল এইড কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সহকারি জজ বেগম সম্পা জাহান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবুল মনসুর, সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল বক্তব্য রাখেন।
পরে কয়েকজন প্যানেল আইনজীবীকে পুরস্কার তুলে দেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএ