চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে জিয়ারুল ইসলাম জিয়া হত্যাকান্ডের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার থেকে শনিবার পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মানিক হাজীরটোলা গ্রামের নাসির উদ্দিন (৩০), একই এলাকার আকবর আলী (২৫), সুন্দরপর ইউনিয়নের চন্দ্র নারায়ণপুরের মাসফিকুল হক হিমেল (২৯), একই গ্রামের আলী হোসেন ভুটু, সুন্দরপুর মহারাজনগরের হযরত আলী (৩৮), শাহিদুল ইসলাম বাবু, সুন্দরপুর জয়ন্তীপুর গ্রামের আক্তারুল, টিকলীচরের মোঃ তৌহিদুল হক, নারাণপুর ইউনিয়নের নামো সূর্যনারায়ণপুর গ্রামের এমদাদুল হক (২০) ও মহারাজপুর ইউনিয়নের সোহেল রানা (২৪)।
সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, পদ্মা তীরবর্তী এলাকায় মাটি কাটার জেরে গত ২৩ এপ্রিল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের জনতারহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণে সুন্দরপর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর গ্রামের কসিমুদ্দীনের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী মিলিয়ারা বেগম বাদী হয়ে চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপু, নারায়ণপুরের ইউপি সদস্য রুহুল আমিনসহ ৪৫ জন নামীয়সহ অজ্ঞাতনাাম আরো ৩০ জনকে আসামী করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীদেরও গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এএম