গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার মৌচাক পপুলার হাসপাতালের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার আহাকী গ্রামের বিষা মিয়ার ছেলে শাহীন মিয়া (৪৪) নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় পপুলার হাসপাতালের সামনে গাজীপুর লেনে দ্রুত গতির অজ্ঞাত একটি বাস পথচারী শাহীন মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে ছিঁটকে পরে ঘটনাস্থলেই রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যুবরন করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোনাবাড়ী সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় সকালে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। তবে আবেদনের প্রেক্ষিতে লাশটি স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল