৩০ এপ্রিল, ২০২৩ ১৮:২৭

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা নামে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে জেলার কালাই উপজেলার পাঁচগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিদরাতুল মুনতাহা জেলার কালাই উপজেলার পাঁচ গ্রামের মাহমুদুল হাসান সুমন এর মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশু সিদরাতু মুনতাহা সকালে বাড়ীর উঠোনে খেলা করছিল। একপর্যাযে সকলের অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে এসে।

কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া খানম বলেন, সিদরাতু মুনতাহা নামে তিন বছরের এক কন্যা শিশুকে দুপুরে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দীন এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।


বিডি প্রতিদিন/এএম

 

সর্বশেষ খবর