৩ মে, ২০২৩ ১৬:৪৬

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

প্রতীকী ছবি

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার সকালে যশোর শহরের বকচর এলাকায় ও সদর উপজেলার কোদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বুধবার সকালে যশোর শহরের বকচর র‌্যাব অফিসের সামনে বাসচাপায় ইউসুফ (৫২) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার হযরত আলী তালুকদারের ছেলে। এছাড়া সদর উপজেলার কোদালিয়া এলাকায় মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গোপালদী গ্রামের মণীন্দ্রনাথ কর্মকারের ছেলে বাসু কর্মকার (৪৫) নিহত হন। বাসের ১৫ যাত্রী গুরুতর আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর