টাঙ্গাইলের সখীপুরে যাত্রী সেজে বাদল মিয়া নামের এক অটোভ্যান চালককে মারধর করে তার বাহনটি ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার বহেড়াতৈল বাজারের পশ্চিম পাশে রতনগঞ্জ সড়কের ব্রিজের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
তিনি উপজেলার আমতৈল এলাকার ভুইটক্যারচালা গ্রামের মো. আছন মিয়ার ছেলে। তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছ।
এলাকাবাসী জানায়, পথচারীরা রাতের বেলায় ব্রিজের পাশে বাদলের কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তিনি জানান যাত্রী সেজে পাঁচ জন লোক তার অটোভ্যানে চড়ে। পড়ে ব্রিজের পাশে এসে তাকে মাথায়, পিঠে আঘাত করে অটোভ্যান ছিনিয়ে নিয়ে যায় তারা।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল