বরগুনার তালতলী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রের বাহির থেকে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই উপজেলার ছালেহিয়া আলীম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন তালতলি উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো. নাজমুল ইসলাম ও শিক্ষিকা মোসা. ফাহিমা, বালিয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন ও মো .মনোয়ার হোসেন। অন্যরা হচ্ছেন ইয়ামিন, মো. ওবায়দুল, সাফা মনি, মো. ওবায়দুল, মো. কামাল ও শাহ নওয়াজ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আটককৃতদের কেন্দ্রের বাহিরে একটি বাসায় আজকের গণিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর তাদের মোবাইল মেসেঞ্জারে পাওয়া গেছে।তারা মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় উত্তর পাঠাচ্ছিল এটা প্রমাণিত হওয়ায় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৯৮০,পাবলিক পরীক্ষা আইনের ৯ এর(গ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।বিডি প্রতিদিন/হিমেল