৭ মে, ২০২৩ ১৯:৩৩

মেসেঞ্জারে নকল সরবরাহের অভিযোগে ৪ শিক্ষকসহ আটক ১০

বরগুনা প্রতিনিধি

মেসেঞ্জারে নকল সরবরাহের অভিযোগে ৪ শিক্ষকসহ আটক ১০

বরগুনার তালতলী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রের বাহির থেকে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই উপজেলার ছালেহিয়া আলীম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন তালতলি  উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল  ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো. নাজমুল ইসলাম ও শিক্ষিকা মোসা. ফাহিমা, বালিয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন ও মো .মনোয়ার হোসেন। অন্যরা হচ্ছেন ইয়ামিন, মো. ওবায়দুল, সাফা মনি, মো. ওবায়দুল, মো. কামাল ও শাহ নওয়াজ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আটককৃতদের কেন্দ্রের বাহিরে একটি বাসায় আজকের গণিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর তাদের মোবাইল মেসেঞ্জারে পাওয়া গেছে।তারা মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় উত্তর পাঠাচ্ছিল এটা প্রমাণিত হওয়ায় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৯৮০,পাবলিক পরীক্ষা আইনের ৯ এর(গ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর