৮ মে, ২০২৩ ১৪:২৫

পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরগুনা প্রতিনিধি

পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাকচিড়া বাজার সংলগ্ন এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৭ মে) দিবাগত রাতে কোষ্টগার্ড দক্ষিন জোনের অধীনস্থ পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কোষ্টগার্ড পাথরঘাটার কন্টিনজেন্ট স্টেশনের প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল, ইয়াবা সরবারহের প্রস্তুতির সময় ফেরদৌস ওরফে শাকিল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবাসহ কয়েকটি মোবাইল সেট পাওয়া যায়।

শাকিলের বাড়ি মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বুলাইতলার বান্ধবপাড়া গ্রামে। তার বাবার নাম মিঠু হাওলাদার। সোমবার (৮ মে) সকালে তাকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।

 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর