রাঙামাটির বিলাইছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় ৮০টি দোকান ও বসতঘর। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেংরাছড়ি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণা করা না গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি বাজারে একটি চায়ের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘর ও দোকানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। কিন্তু তার আগেই ছোট বড় প্রায় ৮০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়েছি অগ্নিকাণ্ডের। ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। স্থানীয় ফায়ার সার্ভিস না থাকায় আর পানি সংকটের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।বিডি প্রতিদিন/এমআই