৮ মে, ২০২৩ ২০:০০

‘শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে’

নীলফামারী প্রতিনিধি

‘শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে’

সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অভিভাবকরা বিশেষ করে মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মায়েদের দেখে দেখে বাচ্চা শিখতে শুরু করে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুপথে রাখতে সন্তানের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষায় অংশীজনের সমন্বয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মানসম্মত শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হচ্ছে। জেলা-উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তারা কঠোর মনিটরিং করছে।

মা সমাবেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারসহ শিক্ষা বিভাগের কর্মকতা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর