মাগুরা শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে আজ বুধবার বিকালে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে শাহাদত আলী বিশ্বাস (৬০), জুলমত আলীর ছেলে মিজান শেখ (৫০) ও রাজবাড়ি জেলার বালিয়া কান্দির চরবিলা গ্রামে আছমত বিশ্বাসের পুত্র মোহাম্মদ আলী (৫৫)। নিহত মোহাম্মদ আলী চর চৌগাছি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন।
দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর জানান, ওই তিন কৃষি শ্রমিক আজ বুধবার বিকোলে চৌগাছি গ্রামের নজরুল বিশ্বাসের জমিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।