ঝালকাঠিতে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের খামারবাড়িতে এই সভার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।
অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক রিয়াজউল্লাহ বাহাদুর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ, নলছিটির উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, কাঠালিয়ার উপজেলার কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ, রাজাপুরের উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তুষার চক্রবর্তী, কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র সহকারি পরিচালক (বীজ) সুব্রত দেউড়ী, সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) জুনিয়র মনিটরিং স্পেশালিস্ট ওমর ফারুক, সীড অ্যাসোসিয়েশনের সভাপতি ইউনুস আলী খান ও ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম মোর্শেদ প্রমুখ।
সভায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ঝালকাঠি জেলার কৃষির সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এএম