ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে হৃদয় খান নামে এক ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। হৃদয় খান উপজেলার পাচুরিয়া ইউনিয়নের পোনা গ্রামের ওসমান খানের ছেলে।
বুধবার পৌনে দুইটায় উপজেলার পাচুরিয়া ইউনিয়নের আউশেরহাট কোনাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রফিকুল হক বলেন, আদালত চলাকালিন সময় অবৈধভাবে মাটিকাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় অসাধু ব্যবসায়ী হৃদয় খানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়। তিনি আরও বলেন, আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম