চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শাহাব উদ্দিন (২৭) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডেরও আদেশ দিয়েছেন আদালতের বিচারক। দন্ডপ্রাপ্ত শাহাব উদ্দিন হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মালোপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদীব আলী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
পিপি নাজমুল আজম জানান, ২০২১ সালের ৩০ জুন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ শাহাব উদ্দিনকে গ্রেফতার করে। এ ঘটনায় পরের দিন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অনুপ কুমার বাদি হয়ে সদর মডেল থানায় শাহাব উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রিপন কুমার মন্ডল ২০২১ সালের ৮ আগস্ট শাহাব উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এদিকে সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ দুপুরে আদালতের বিচারক রায় প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম