চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দাখিল পরীক্ষা কেন্দ্র-১'র কেন্দ্র সচিব মো. ফখরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র সভাপতি এসএম তারেক সুলতান এক লিখিত নোটিশে এ খবর জানিয়েছেন।
একই নোটিশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কেন্দ্রের সচিব হিসেবে সহকারি কেন্দ্র সচিব আব্দুল মোত্তালিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় অনিয়ম ও ব্যর্থতার কারনে বর্তমান সচিবকে বুধবার রাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ