হরিণ শিকার মামলার আসামির হামলায় বাগেরহাটে পূর্ব সুন্দরবন বিভাগের কোকিলমুনি ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে হরিণ শিকারি ওমর আলী হাওলাদারের হামলায় গুরুতর আহত বন কর্মকর্তা আনোয়ারকে দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, কিছু দিন আগে পর্ব সুন্দরবন ভিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনে দায়িত্ব পালনের কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন হরিণ শিকারের অপরাধে ওই এলাকার চোরা শিকারী ওমর আলীর নামে বন আইনে মামলা দায়ের করেন। বুধবার দুপুরে সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট স্টেশন থেকে কোকিলমুনি ফরেস্ট ক্যাম্পে যাওয়ার পথে রাস্তায় দলবল নিয়ে চোরা শিকারী ওমর আলী হাওলাদার পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এঘটনার পর গুরুতর আহত বন কর্মকর্তাকে স্থানীয়রা উদ্ধার করে দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি করে। এই হামলার ঘটনায় দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ