১৩ মে, ২০২৩ ১৮:২১

ফেনীতে মাদকসেবীর জেল-জরিমানা

ফেনী প্রতিনিধি:

ফেনীতে মাদকসেবীর জেল-জরিমানা

ফেনীর সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাফর ইমাম (৪০) নামে একজন মাদকসেবীকে এক মাসের জেল ও দুইশত টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী। সাজাপ্রাপ্ত জাফর ইমাম চরমজলিশপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চরমজলিশপুর ইউনিয়নের উত্তর চরমজলিশপুর মিয়াজির ঘাট ব্রিজ এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় স্থানীয়রা পুলিশের সহযোগিতায় জাফর ইমামকে আটক করে। পরে তল্লাসি করে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করে। 
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম অনীক চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর