১৩ মে, ২০২৩ ১৮:৫৬

সিরাজ হত্যাকাণ্ড: স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন প্রেমিকার বাবা

নড়াইল প্রতিনিধি

সিরাজ হত্যাকাণ্ড: স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন প্রেমিকার বাবা

নড়াইলের লোহাগড়া উপজেলার চরদৌলতপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখকে (১৬) হত্যার পর লাশ যেন কেউ সনাক্ত না করতে পারে সেজন্য ব্যাটারির এসিড মুখমণ্ডল ও মাথায় ঢেলে মাংস গলিয়ে দেন প্রেমিকার বাবা সবুর শেখ (৫৩)।

গতকাল শুক্রবার (১২ মে) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে এসএসসি পরীক্ষার্থী সিরাজ শেখকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন তিনি (সবুর শেখ)। সবুরের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত গরু জবাই করা ছুরি ও রক্তমাখা কোদালের হাতল উদ্ধার করেছে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখের বিকৃত লাশ নিখোঁজের চারদিন পর গত বুধবার (১০মে) বিকেলে লংকারচর গ্রামের মিরু শেখের বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে গত ৬ মে রাত্রে (ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার আগের দিনগত রাত) নিখোঁজ হন সিরাজ শেখ। ওই দিনগত রাত আনুমানিক ১০ টার দিকে প্রেমিকা ইয়াসমিনের ফোন পেয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে দেখা করতে গিয়েছিলেন এসএসসি পরীক্ষার্থী সিরাজ শেখ। ঘটনা জানতে পেরে প্রেমিকা ইয়াসমিনের বাবা সবুর শেখ পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সিরাজকে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের সবুর শেখ (৫৩), তার স্ত্রী শাহিনা বেগম (৪৭), ছেলে জাহিদুল শেখ (২০) ও ইয়াসমিনকে গ্রেফতার করে পুলিশ।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বলেন, মামলা রজুর ১৫ ঘণ্টার মধ্যে পুলিশের একাধিক টিম তদন্ত পূর্বক হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চার আসামিকে আদালতে হাজির করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন সবুর শেখ। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে ওসি জানান। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর