টাঙ্গাইলের সখীপুরে বিরোধপূর্ণ জমির ধানকাটা নিয়ে সংঘর্ষে ইসমাইল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। রবিববার সকাল ৮টার দিকে উপজেলার কালমেঘা সিন্দুরিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। সে ওই এলাকার খোরশেদ আলম ওরফে খুরছু মিয়ার ছেলে। এ সময় ধলু মিয়া (৪০) নামের আরও একজন আহত হয়েছে। তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ওই নিহতের পরিবার।
এলাকাবাসী জানায়, উপজেলার সিন্দুরিয়াপাড়া এলাকার আবু সুফিয়ানদের সঙ্গে জমি নিয়ে স্থানীয় আজিজুল মোল্লা (৫০), তোফাজ্জল মোল্লার (৫৫) বিরোধ চলছিল। প্রায় পাঁচ বছর আগে ইসমাইল হোসেন ওই বিরোধপূর্ণ জমি থেকে এক একর জমি কিনে ধান চাষ করে। রবিবার সকালে আজিজুল মোল্লা, তোফাজ্জল মোল্লা, সাইফুল মোল্লা, রফিকুল ওরফে ঘুনাই, আব্দুল করিম ও রিপনসহ ২০-২৫ জনের একটি দল বিরোধপূর্ণ ওই জমির ধান কাটতে যান। এ সময় ইসমাইল হোসেন তার পক্ষের লোকজন ডেকে এনে ধান কাটতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষে ইসমাইল হোসেনের মৃত্যু হয়।
নিহতের ছেলে রাসেল মিয়া বলেন, আমরা ওই জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ধান চাষ করছি। হঠাৎ এ বছর তারা আমাদের ধান কেটে নিচ্ছিল। এতো তুচ্ছ ঘটনায় আমার বাবাকে মেরে ফেলা হলো। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মোক্তা বলেন, ওই জমি নিয়ে আগেও বেশ কয়েকবার সালিশি বৈঠক হয়েছে। কিন্তু কোনো পক্ষই মীমাংসায় আসতে পারে নাই।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ওই পরিবার।
বিডি প্রতিদিন/এএ