রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছবিতা রানী (২৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছবিতা রানী সয়ার ইউনিয়নের কাংলাচড়া গ্রামের মানিক চন্দ্র রায়ের স্ত্রী। রবিবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মানিক চন্দ্র বাড়িতে না থাকায় রাতের কোনো এক সময় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাড়িতে আসলে নিজ শয়ন ঘরের তীরের সাথে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তদন্তে আসল রহস্য বের হয়ে আসবে। মরদেহ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম