সাতক্ষীরা কলারোয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী রাশিদা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার গোপিনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের মোঃ হবিবর রহমানের স্ত্রী।
নিহতের স্বামী হবিবর রহমান জানান, যশোর বাগাচাড়ায় মেয়ের বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলারোয়ার উপজেলার গোপিনাথপুর এলাকায় আসলে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তার স্ত্রী মোটরসাইকেলের উপর তেকে রাস্তার ছিটকে পড়লে যশোরগামী একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়।
কলারোয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ