রংপুরের কাউনিয়া উপজেলায় শাহ আলম (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রবিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে ওই ব্যক্তি নিজ ঘরে গলায় রশি পেচিয়ে ধরনার সাথে ঝুলে আত্মহত্যা করেন। নিহত শাহ আলম উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বৃদ্ধ আব্দুল মমিনের ছেলে।
নিহতের পিতা আব্দুল মমিন জানান, তার বড় ছেলে শাহ আলম রাত ১০ টার দিকে নিজ ঘরে গলায় রশি পেচিয়ে ধরনার সাথে ঝুলে আত্মহত্যা করার চেষ্টা করে। পরিবারের লোকজন তাঁর গোঙ্গানী শব্দ টের পেয়ে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে।
কাউনিয়া থানার ওসি মোস্তাছের বিল্লাহ জানান, লাশ উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।বিডি প্রতিদিন/এএম