সিলেটের বিশ্বনাথে সিলিং ফ্যানের সাথে ফাঁস নিয়ে সনি আক্তার সুনিয়া (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বিশ্বনাথ পৌরশহরের গন্ধারকাপন গ্রামের এমরান আলির স্ত্রী। সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা হারিছুন বেগম থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বার-১৩) দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিশ্বনাথ পৌরশহরের গন্ধারকাপন গ্রামের মৃত সফিক আলীর ছেলে এমরান আলীর (২২) সাথে ফেঞ্চুগঞ্জ থানার দক্ষিণ ধারন গ্রামের আকমল আলির মেয়ে সনি আক্তার সুনিয়ার বিয়ে হয়। পরস্পর ভালোবেসে গেল চার মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ঘটনার দিন সকালের খাবার শেষে পরিবারের অন্য সদস্যরা কাজে বেরিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরে ননদ রেসনা বেগম ফিরে দেখতে পান বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছেন সুনিয়া। এ সময় তার চিৎকারে শাশুড়িসহ অন্যরা এসে উদ্ধার করেন তার নিথর দেহ। তাদের ধারণা, সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যবর্তী যে কোনো সময়ে সবার অগোচরে অভিমানে তিনি ফাঁস নিয়েছেন। এ ঘটনায় সুনিয়ার স্বামী, কিংবা অন্য কারও প্রতি অভিযোগ বা সন্দেহ নেই তাদের।এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের সাবইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) মো. আমিরুল ইসলাম ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল রির্পোটের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল