বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত গাঁজা ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর উপপরিদর্শক এসআই মো. আব্দুল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ একটি দল ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের কবির মিয়ার মৎস্য ঘেরের পাশে এক ধান ক্ষেত থেকে কসটেপ দিয়ে আটকানো পরিত্যক্ত চারটি গাঁজার পোটলা উদ্ধার করে। পরে পরিমাপ করে চার কেজি গাঁজা পাওয়া যায়। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত গাঁজা ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।বিডি প্রতিদিন/এমআই