মেহেরপুরের গাংনী উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বুধবার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, গাংনী বাজারে মেসার্স স্মরনীকা কসমেটিকসে অভিযান চালিয়ে বেশ কিছু অসংগতি দেখা যায়। আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি পণ্য ও তারিখ মূল্যবিহীন নিম্নমানের অননুমোদিত কসমেটিকস বিক্রয়সহ ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আবির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে মেসার্স হুদা মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়। সবাইকে সতর্ক করে ভালো ওষুধ ও অনুমোদিত ভালো মানের কসমেটিকস বিক্রয়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।এসময় অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মশিউর রহমান ও মেহেরপুর পুলিশ লাইনের পুলিশের একটি দল।
বিডি প্রতিদিন/এমআই