১৭ মে, ২০২৩ ১৫:৩৩

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

ভোক্তা অধিকারের অভিযান

মেহেরপুরের গাংনী উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বুধবার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, গাংনী বাজারে মেসার্স স্মরনীকা কসমেটিকসে অভিযান চালিয়ে বেশ কিছু অসংগতি দেখা যায়। আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি পণ্য ও তারিখ মূল্যবিহীন নিম্নমানের অননুমোদিত কসমেটিকস বিক্রয়সহ ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আবির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মেসার্স হুদা মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়। সবাইকে সতর্ক করে ভালো ওষুধ ও অনুমোদিত ভালো মানের কসমেটিকস বিক্রয়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এসময় অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মশিউর রহমান ও মেহেরপুর পুলিশ লাইনের পুলিশের একটি দল।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর