কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বুধবার বিকাল সাড়ে ৪ টায় ৬ মেয়র প্রার্থীসহ ৮৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১ মেয়র প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (১৬ মে) বিকাল পর্যন্ত ৮৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪ ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থী হলেন, ৮৪ জন। এর মধ্যে ৬ জন মেয়র প্রার্থী ও ৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। কোন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
এর মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদ জামিনদারের পক্ষে ঋণ খেলাপি, ৮ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলম চৌধুরী ঋণ খেলাপি ও ১১ নম্বর ওয়ার্ডের মো. শফিউল আলম আয়কর রিটানের রশিদ জমা না দেয়ায় মনোনয়ন পত্র বাতিল করা হয়।কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্বাচন কমিশনের বিধানমতে আগামী ৩ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর বাতিল প্রার্থী আপিল করতে পারেন। ঘোষিত তফশিল মতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। নির্বাচন ১২ জুন অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, মেয়র পদে মনোনয়নপত্র বৈধ হওয়া ৬ প্রার্থী হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, তাঁর স্ত্রী জোসনা হক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া, সাবেক মেয়র ও জামায়াত নেতা সরওয়ার কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমান।
কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল