২০ মে, ২০২৩ ১৭:৩১

আলমডাঙ্গায় সংরক্ষিত ইউপি সদস্যদের নিয়ে মতবিনিময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গায় সংরক্ষিত ইউপি সদস্যদের নিয়ে মতবিনিময়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সংরক্ষিত ইউপি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ১৫টি ইউনিয়নের মহিলা মেম্বারদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের আয়োজনে শহরের বিটের মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। আলমডাঙ্গা উপজেলা মহিলা লীগের সভাপতি মনিরা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন। 

এসময় উপস্থিত থেকে বক্তৃতা করেন জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শিউলি খাতুন, সহ-সভাপতি পূর্ণিমা হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলীজা খাতুন, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছা. কাজলী খাতুন, আলমডাঙ্গা উপজেলা সভাপতি মনিরা খাতুন, চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আরজিনা বেগম, সাধারণ সম্পাদক মোছা. বেবি বেগম, সাংগঠনিক সম্পাদক মিতা রানী দাসসহ স্থানীয় যুব মহিলা লীগের সদস্যরা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর