২০ মে, ২০২৩ ২২:৩২

'মানুষ গণতন্ত্রের পক্ষে রাস্তায় নেমে আসবে'

ঝিনাইদহ প্রতিনিধি:

'মানুষ গণতন্ত্রের পক্ষে রাস্তায় নেমে আসবে'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যতই গণগ্রেফতার ও নির্যাতন করবেন ততই বিএনপির সমাবেশগুলো সফল হবে। মানুষ গণতন্ত্রের পক্ষে রাস্তায় নেমে আসবে।

শনিবার আমির খসরু মাহমুদ চৌধুরী ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগী সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, এ্যাড আসাদুজ্জামান, সাইফুল ইসলাম ফিরোজ, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, আব্দুল ওহাব, মীর রবিউল ইসলাম লাভলু, সুপ্রিমকোর্ট বার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আক্তাররুজ্জামান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম ও সাজেদুর রহমান পপপু প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর