২২ মে, ২০২৩ ২০:২১

দুমকিতে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

পটুয়াখালীর দুমকিতে সপ্তাহব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার,  মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,  ভূমি কর্মকর্তা এইচএম মোজাহেরুল ইসলাম প্রমুখ। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর