রাজশাহীতে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরে মামলা দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। আজ দুপুরে শেরপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের এজলাসে ছানু এ মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ ও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে।
মামলায় বাদী ছানুয়ার হোসেন ছানু নালিশ করে বলেন, অভিযুক্ত আবু সাইদ শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি আইন অমান্যকারী ও সন্ত্রাসী।
বিডি প্রতিদিন/এএ