ফরিদপুরের ভাঙ্গায় গাঁজা সেবনের দায়ে দোষী সাব্যস্ত করে তিন তরুণকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ গুচ্ছ গ্রাম এলাকায় কুমার নদের পাড়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত ওই তিন তরুণ হলেন ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি এলাকার বাসিন্দা সাজ্জাদ মুন্সি (২০), মুরসালিন শেখ (১৯) ও মো. ছাব্বির (২৪) ।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মুনসুরাবাদ গুচ্ছ গ্রামস্থ কুমার নদীর পাড়ে ওই তিন তরুণকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বলেন, সাজা প্রদানের পর ওই তিন তরুণকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ