গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের সদর, সলঙ্গা, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর, বেলকুচি ও এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. হান্নান মিয়া এতথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মণ্ডল গুটু, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান ও মামুন ওরফে পোড়া মামুন, শাহজাদপুরের পোরজনা ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম এলাহী ও হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বর সাইদুল, রায়গঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক বোরহান কবির, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ওসমান ও চান্দাইকোনা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম ফারুক, বেলকুচির দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বুলবুল আহমেদ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিবুল ইসলাম শরীফ, তাড়াশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, এনায়েতপুর থানা বিএনপি নেতা কাউসার সরকার, ওয়ার্ড বিএনপি নেতা আমির সরকার।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন