রাঙামাটিতে প্রর্বতক চাকমা (৪৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১টার দিকে শহরের রাঙাপানি মৌজার মোনঘর আবাসিক শিশু সদন ক্যাম্পাসের ডাইনিংয়ের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত প্রবর্তক খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় রমনী মোহন চাকমার ছেলে।
পুলিশ জানায়, রাঙামাটি শহরের রাঙাপানি মৌজার মোনঘর আবাসিক শিশু সদন ক্যাম্পাসের ভেতরের ডাইনিংয়ের পিছনে গাছের নিচে প্রর্বতক চাকমার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা ওসি মো.আরিফুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত প্রর্বতক চাকমার পরিচয় জানা গেছে। তিনি খাগড়াছড়ির ছেলে। রাঙামাটিতে শহরের দেবাশীষ নগর এলাকায় তার স্ত্রী ও কন্যা নিয়ে বসবাস করতো। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কোন সঠিক তথ্য জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/নাজমুল