ময়মনসিংহের ফুলপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে নতুন করে ৫৩৬ জন সুবিধা ভোগীর মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলার রূপসী ইউনিয়ন, বালিয়া ও বওলা ইউনিয়নে এসব কার্ড বিতরণ শুরু করা হয়। রূপসী ইউনিয়নে ৮৭ জন বয়স্ক মানুষকে বয়স্ক ভাতা কার্ড ও ১৭৮ জনকে প্রতিবন্ধীকে কার্ড দেওয়া হয়েছে। আর বালিয়া ইউনিয়নে বয়স্ক ভাতা কার্ড ৬৩, প্রতিবন্ধী ভাতা কার্ড ১৩০ এবং বওলা ইউনিয়নে বয়স্ক ভাতা কার্ড ২৭ জনকে এবং প্রতিবন্ধী ভাতা কার্ড দেওয়া হয়েছে ৫১ জনকে।
এর আগে উপজেলায় ২০ হাজার ১৫৮ জনকে বয়স্ক ভাতা কার্ড ও ১৭ হাজার ০৬১ জন প্রতিবন্ধীসহ মোট ৩৫ হাজার ৮৭ জন সুবিধাভোগীর মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়। আজ কার্ড বিতরণের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, রূপসী ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ, বওলা ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ডালিম ও সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ