মেহেরপুর সরকারি কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিউল ইসলাম সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু, খেজমত আলী মালিথা, সহকারী অধ্যাপক কাবিল উদ্দিন।
পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, কবিতা ও নজরুল গীতিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/এএ