কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাস্তায় বিছানো ভেজা খড়ে পিছলে গিয়ে আলম বাদশা (৩২) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বড়ভিটা গ্রামের খেজুর তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকার আরডিআরএস বাজারের মুদি দোকানী ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আলম বাদশা বৃহস্পতিবার দুপুরের দিকে বাজার থেকে পালসার মোটরসাইকেলযোগে ফুলবাড়ী উপজেলা শহরে যাওয়ার সময় বড়ভিটা ইউনিয়নের খেজুরের তলে দুর্ঘটনায় পতিত হন। এখানে সড়কে শুকাতে দেয়া ভেজা খড়ের উপর পিছলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এসময় তার মাথা থেতলে গিয়ে সেখানেই মৃত্যু বরণ করেন তিনি।
ফুলবাড়ী থানার সাব ইন্সপেক্টর মোত্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম