২৬ মে, ২০২৩ ১৬:৫৮

ফরিদপুরে ১৩ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ১৩ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আটককৃত দুই মাদক কারবারি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে ১৩ লাখ টাকার গাঁজাসহ দুই আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-০৮। শুক্রবার দুপুরে দুই কারবারিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদরের ভাঙ্গা বাজারের নতুন মুরগি হাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটক দুই মাদক কারবারি হলো- কুমিল্লা সদর দক্ষিণ থানার ধনপুর এলাকার মৃত ইয়াসিন মিয়ার ছেলে বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার কবরুয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগির হোসেন সুফল (৩৪)।

আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ফরিদপুরের ভাঙ্গা বাজারের নতুন মুরগি হাট এলাকায় মাদকের একটি বিশাল চালান প্রাইভেটকারে বিক্রির জন্য নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আমার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। 

কোম্পানি কমান্ডার বলেন, তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। এছাড়া ০১টি প্রোবক্স প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৭-৯৮৪১), ০৩টি মোবাইল এবং ০৩টি সিম জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, আটক দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহনে করে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছিল। আটকের পর তাদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর